মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

শর্মিষ্ঠা নাহা






'ভাই' - নাই
শর্মিষ্ঠা নাহা




তোকে আমি ভাই ই ভেবেছিলাম,
পাশে ছিলাম সকল শুভক্ষণে:
যমদুয়ারে কাঁটাও দিয়েছিলাম ;
তোর কপালে ফোঁটাও মনে মনে।


সেই বিপদে তোকেই ডেকেছিলাম,
'ভাইটি' বলে কান্না পায়ে ধরে -
গায়ের জোরে মাড়িয়ে গিয়েছিলি,
দৃশ্যগুলো মনে কি তোর পড়ে?

যন্ত্রণা আর রক্তস্রোতে ভেসে,
জীবন গেছে ছাই হয়ে যে পুড়ে।
সর্বনাশা মস্ত কী ঝড় এল!
শান্তি গেল জীবন থেকে উড়ে।

'ভাই' নাম সেই ক্ষণেই ঘুচে গেল,
অপরাধীর তকমা হল সাঁটা:
দুয়ারে দ্যাখ মরণ নাচে ওই -
কে দেবে তোর যমদুয়ারে কাঁটা?





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন