তালগাছ
গৌতম দত্ত
বয়স বেড়েছে ঢের। তালগাছ এক পায়ে ঘুমোয়নি কতদিন !
নরম নরম ভিজে মেঘ ছুঁয়ে দেয় যদি তারে, এইরূপ আশা নিয়ে—
খাড়া হয়ে থেকে যায়। হাঁটু মুড়ে বসবার সাধ হয় কতোবার,
কতোবার সাধ জাগে উবু হয়ে শুয়ে পড়ে পুকুরের জল ঘাঁটে—।
মসৃন জলের স্বাদ পেতে চায় কতোবার— ! চিন্তার ভেতরে তার।
পাবে না তা কোনোদিন—, এটাও সে জেনে গেছে ; বুঝে গেছে, বেঁচে থাকা
অসফল বর্ণহীন। তবুও তো বেঁচে থাকা, অনাগত স্বপ্ন বুনে—
জীবনের চলাফেরা, ক্ষণিক ফলের লোভে। ধন্য আশা মায়াময় !
#
বৃষ্টি এসে পাতা ছুঁলে, একবার সাধ হয়— বাদলের অন্ধকারে—
শরীরে নরম স্পর্শ, আনাগোনা উঁচুনীচু— হরেক মেঘের সাজ !
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন