দীপান্বিতা
শঙ্কর বন্দ্যোপাধ্যায়
যে দিন হৃদয়ে নানান রঙের মেলা
আকাশে তারার ঝিকিমিকি আলোখেলা
যে দিন খুশি'র তুফান সবার মনে
একা থাকলেও ঘিরে থাকে পাঁচজনে
আনন্দ বাঁধে হাসি'র সঙ্গে মিতা
সেই দিনই সাজে জীবনে দীপান্বিতা।
প্রেমের প্রদীপ যেই দিন উজাগর
স্বপ্নেরা সব প্রাণ পায় পর পর
মন মধুময় ডানা মেলে কুয়াশায়
চাহিদার বীজ ফসলের দেখা পায়
উদ্দীপনার আভা হয় আদৃতা
সেই দিনই সাজে জীবনে দীপান্বিতা।
যে দিন বন্ধু ভালবেসে কাছে ডাকে
শত্রুর সাথে গলাগলি সাতপাকে
বৈরির সাথে যে দিন স্বয়ম্বর
সবাই স্বজন, নয় কেউ দূর পর
সবাই যে দিন পরিচিত পরিচিতা
সেই দিনই সাজে জীবনে দীপান্বিতা।
সেজে ওঠে সব তনু-মন যেই ক্ষণে
সহৃদয়তার আলাপন মনে মনে
বাতাসের বুক আনন্দ সুধাময়
মুচকি হাসিতে বাঁকা চাঁদ তন্ময়
যত সাধ সব তৃপ্তি সমর্পিতা
সেই দিনই সাজে জীবনে দীপান্বিতা।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন