উত্তাপ সমূহ
তিতলি দাস
মধ্যাহ্ন পেরতে বসলে
ফেরিওয়ালা ডাক দিয়ে যায়।
গৃহস্থের উঠান তার
বিশ্রামের অস্থায়ী ঠিকানা,
মাঝেমধ্যে হাঁক পেড়ে
বাক্স প্যাঁটরা খুলে বসে।
তার থেকে হরেক উত্তাপ
মূল্য দিয়ে কেনা যায়
যাপনের প্রয়োজন মতন।
চাইলে পৌষের রোদ
ঝোলাতে পার গাড়িবারান্দায়
অথবা উনুনের আঁচ
স্যাঁতস্যাঁতে ঘরের বিছানায়।
অহরহ আমি কিনি
ঈষদুষ্ণ নিঃশ্বাসের তাপ।
অসংখ্য মজুত আছে টেবিলে,
দেওয়ালে ঝোলা তাকে।
তাদের সাথে বেড়াতে যাই
অবসরে অথবা আড্ডায়।
বিনিময় আকাশটুকু ভেঙে নিয়ে
দিতে হয় এক দু ছটাক।
কিংবা পুরানো শাড়ি, বাতিল অভ্যাস।
যে সমস্ত নিঃশ্বাস
দিনকাল বুঝে ঢুকে পড়ে
সাপের খোলসে,সময়ের ইচ্ছায়
তারাও রক্ষিত থাকে গাছে,
বাগানের মাঝখানটায় শতরঞ্চি
পেতে বসে ছায়ার অন্তরালে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন