সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

সুদীপ্ত রায়



কালের উপহার
সুদীপ্ত রায়


জীবনের সন্ধ্যায়,
আবেগের মন্দা;
রজনীগন্ধারা,
তাই বুঝি বন্ধ্যা?

কবিতার ছন্দে,
অনাবিল ধন্দ;
রুদ্ধ আনন্দের,
বাড়ে দুর্গন্ধ।

চিন্তার সমাহারে,
চিতার উপাচার;
কালের উপহারে,
আঁধারের কী বাহার!

এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন