সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

চন্দ্রাণী বসু



মেরি ক্রিসমাস
চন্দ্রাণী বসু


প্রক্ষেপিত দিনের যাপিত সঙ্গমে
ক্রমাগত দুঃস্বপ্নের প্রজনন বেড়ে চলে

কেক কাটার ছুড়িতে টুকরো সময়
শীত রোদ্দুর ওম ছেড়ে
পুড়ছে মোমবাতি আগুনে।

ক্যাথিড্রালের ঘন্টায়,সান্তার মোজায়
ক্ষিদে পেট একটুকরো রুটিতে
স্বপ্ন জেলি মাখামাখি ।
মেরি ক্রিসমাস রাত জাগে ফুটপাত।

বড়দিন ,ভালো আছো?
এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন