পালে লেগে ছিল হাওয়া
রাখহরি পাল
মায়া মলাটের বিবর্ণ রঙেস্মৃতি জাগরুক কিশোর বিদ্যাভবন
রঙ চটা বেঞ্চ, কাটাকুটি নাম, হিজিবিজি ছবি, কিছু লেখা, যা তা
সেটা ছিল আমাদের, পাশে আড়াআড়ি মেয়েদের বেঞ্চ পাতা।
ঘন্টার আগে এরওর থেকে দেখাদেখি করে সেরে ফেলা হোম টাস্ক
অঙ্কের ক্লাসে ভেরী সিরিয়াস ,সৌমেন স্যার, ঝড়ের পূর্বাভাস
আমি মেলে ধরি অঙ্কের খাতা তুমি মোনালিসা দাস।
বাঁশকাঠি চাল নখ, মোম ছুঁয়ে যায় অঙ্কের নীল অক্ষর
অনবধানতায় ছোঁয়া লাগে যদি, নেবু কোয়া রঙ আঙুলে
ড্যাফোডিল শ্বাস ,ঘাম ফুটে উঠে, ওষ্ঠদেশের নব নীল রোম মূলে।
তুমি চাইলেই আমি দিলদার, যত সমাধান আছে,----
বিলিয়েই তবে দর্পিত সুখে, অর্বুদ বুদ আকাশে উড়ি
ড্যাফোডিল ঘ্রাণ জারিত খাতায় ,অঙ্কের খোঁজ করি।
তরী ছুটেছিল দুর্বার স্রোতে পালে লেগেছিল হাওয়া
অনুশীলনীর অঙ্ক ফুলের হাসি খুশী গান গাওয়া।
এইচএস শেষে কে কোথায় আছে বহু দিন ছাড়া ছাড়ি
অনেকের সাথে দেখা হয় ,তবু তোমাকেই খোঁজ করি।
সৌমেন স্যার রিটায়ার্ড ,আমি সেই পদে, অঙ্কের কারবারি
সেই রুম ,সেই বেঞ্চ ,সব একই, হারিয়েছি তবু কিছু কি?
ব্ল্যাকবোর্ড জুড়ে লিখে যাই যত মৃত অঙ্কের শাদা শব সারি সারি।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন