সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

কেয়া রায়



সকাম মনস্কাম
কেয়া রায়


বেশ, তাই হোক তবে |
ঔদার্য নাই বা হল ঋদ্ধ, ঈর্ষাই হোক নিপাতনে সিদ্ধ |

বেশ, তাই হোক তবে |
ঢুকুক জল বালির বাঁধে, নিয়তিকে কিভাবে খণ্ডাবে !

বেশ, তাই হোক তবে |
মিছে হয়ে যাক ভালোবাসা, জিইয়ে থাক ছাপোষা অভিলাষা |

বেশ, তাই হোক তবে |
এসো, হৃদয় দ্বার রুদ্ধ করে, পাথর ছুঁড়ি কাঁচের ঘরে |

এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন