সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

সোমাদ্রি সাহা



আর লিখব না
সোমাদ্রি সাহা


কী আর হবে এতো লিখে।
কেউ কী বদলেছে।
সবাই নিজের মতো, মনের মতো
আমায় গালি দিয়ে চলে গেছে।
সবাই নিজেরটুকুকে ঠিক ভেবেছে।
ভাঙতে হয়, পরিবর্তন করতে হয়,
তবেই নতুন করে ভাবনাদের পাওয়া যায়।
তবেই নতুন করে বাঁচতে শেখা যায়।
তাই আর কবিতা নয়
এসো চুপ করে ছাদের উপর দাঁড়াই
ওটাই কবিতা।
আকাশের সাথে মাটির মিল খুঁজে বের করো
কারণ ওখানেই তোমায় কবর দেব, অস্থি ভাসাবো
কারণ মৃত্যুই সবচেয়ে বড় কবিতা।


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন