বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

অনুষ্টুপ শেঠ



বিস্ময়
অনুষ্টুপ শেঠ





এক পা ভয়ের ঘরে রাখি,


এক পা আনন্দ-ঝর্ণায়,


এরপর, সূর্য ডোবে যদি


তবু কি এক-ই থাকা যায়!





একভাবে থমকে আছে রাত


তারা-খসা নেইকো আপাতত


একভাবে ধুলোয় মাখা দিন


বয়ে যায়, বিষাদ-আনত,





এক হাত চাওয়ার দ্বারে রাখি,


এক হাত কঠিন নিরুত্তরে,


তাহলে ব্রহ্মকমল দিয়ে


অঞ্জলি ভরবে কেমন করে!





হয়তো বিনাশ এর-ই নাম


হয়তো, এই মৃত্যুঞ্জয়।


একইসাথে ইচ্ছা বিরাগ সুরে


এ খেলার অনন্ত বিস্ময়।






এবং একুশ

1 টি মন্তব্য: