বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

কম্পাস মণ্ডল



ঠোঁট
কম্পাস মণ্ডল


তোমার সারাদিনের ক্লান্ত নরম ঠোঁট
এখন আমার ঠোঁটে ডুবে আছে আমৃত্যু পর্যন্ত
চারিদিকে অন্ধকারের স্রোত,
একটা দুটো তারা খসার অবকাশ
আর তোমার আমার ক্লান্ত আঁচড়...
বালিশের তুলোয় লেপ্টে আছে ভোরের আকাশ,
আবার এমন একটা সকাল শুরুর অপেক্ষায়..




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন