এক টুকরো ঝলমলে রাত
দর্শনা বসু
নীল যন্ত্রণার সিম্ফনিতে
আপোষ-ভাঙা দ্বন্দ্বেরা
কষ বেয়ে নামতে থাকে-
কচি বাঁশপাতা রঙের
ছলনার আবিরে সেজেছিল
ছোট এক মৌটুসি চাঁদ,
ইমনে-পয়ারে-ললিতে-বাহারে,
আহা কি অপরূপ -
ভোর হবার অাগেই,
অারেকটা অামি
চকিতে জাগে-
বুকের একচিলতে জমিটায়
ব্যারিকেড ভাঙে-
রক্তের দাগে,
ঝলমলে ফাগে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন