বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

নিরুপম দত্ত




ইচ্ছে
নিরুপম দত্ত




এখন রাতের আকাশে তাকালে 
তারাগুলো ডাকে 
আয় চলে আয়। 


এখন নদীর পারের 
গোলাপী জলে ইচ্ছে করে 
অতল ছুঁয়ে দিতে। 


এখন চারিদিকে শুধু 
প্রেমের হাতছানি 
কিছু নেই আর এই পৃথিবীতে।

















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন