হেমন্তের সংযুক্তি
কচি রেজা
এই তীব্র জানালাপ্রীতি আমার নিঃসঙ্গ কৈশোরের সুধাবিষ । আমি রোদের দিকে
চেয়ে থেকেছি যতক্ষণ না ম্লান বিকেল আসে পায়ের কাছে , আমি বিকেলকেও সন্ধ্যার অন্ধকারে শ্লথ হতে হতে হারাতে দেখি । অন্ধকারও আমার/ নির্নিমেষ দৃষ্টির সামনে শাদা
অস্তাচল সূর্যের আভায় যেমন পালটে যায় নদীর বিস্তৃত চর , বহুদিন গুমোটের পর
জল ছুঁয়ে যেমন সবুজাভ মাটিতে জন্মায় স্বপ্নালু শেকড়
বিবর্ণ কপাট ছুঁয়ে, নিভৃতি ছুঁয়ে, একান্ত শিলার মত মগ্ন এই জন্মান্তর
আমার সক্ষম রক্তের বৃত্ত, আমার জন্মান্ধ চোখ জেগে ওঠে দৃষ্টির সুস্থ্তায়
তুমি ঝুঁকে থাকলে
হেমন্তের সংযুক্তি চেয়ে চেয়ে এখন আমি কীযে স্তব্ধ
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন