বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

মিজান ভূইয়া



সেই স্বপ্ন  
মিজান ভূইয়া



ভুলে ভুলে চাষ
করি স্বপ্ন।
সত্যের সন্ধান পাই শৈশবে।
কৈশোরে তোমাকে
বেনসনের মতো ধরে
ফেলি।
আলোচনায় অধিকারে
অতীতে ফিরে ফিরে যাই।
প্লেনের
ভিতরে বসে শীত বাজাই।
সেই মাঠ আমার মনে থাকে না। কল্লোলিত জল, নানা
নূপুর ধ্বনি মনে থাকে না।
ভিতরে চলচ্চিত্রের মতো নদী
নানা আয়ু রেখে ঘরে
যায়।
আমি সব উপেক্ষা করে,
তোমাকে নিয়ে 
বাগানে বাগানে
ঘুরি,
চেয়ারে বসিয়ে তোমার মুখ
মুছে দেই।








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন