বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

অনুপম দাশশর্মা



ভাসতেই হয় 
অনুপম দাশশর্মা



প্রতিটি অবাধ্য ইচ্ছা অশান্ত্ মনের শিকড়,
এ খবর জানে যামিনী, জানে গর্বের প্রভাকর
সকালের হাতে যখন সম্ভাব্য গরমিলের অসহ্য দিনলিপি
মুঠোয় পিছলে যায় সভ্যতার সুস্থ্ মন, খুশির সঙ্গীত।
দিন শেষে ক্ষোভের তুষ থেকে ফুঁসে ওঠে অস্থায়ী শিবির।

সেখানেই সময়ের কাছে ভিক্ষার হাত পাতা
সময় আর কোথায় দেয় ছাড়,
যে দিন চলে যায় হাত নেড়ে
তার কাছে পাওয়া যায় মিথ্যের মোড়কে
কিছু সুখের অভিসার।

সর্বত্র্ বিষময় আবহ
আশ্বাসের বাঁশি বেজে চলে হাজারো পোষাকের জেল্লায়
রংমশাল জ্বলে একা একা,
যতক্ষণ চলে আলোর দাপট, বিষাদ ভুলে থাকা
প্রচেষ্টারা কিছুটা স্বস্তি পায়।

এই জীবন, এই আমাদের অ-সুখের দেশ
শেখাচ্ছে ভাসতে প্রতিদিন
সাথে আছে ডুবুরীর বেশ।









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন