বুধবার, ২ মার্চ, ২০১৬

তৃপ্তি




খবর
তৃপ্তি

বাংলা আমার জীবন জুড়ে
বন্ধু সখা সুজন 
বাংলা মায়ের কোল ছুঁয়ে রয় 
তেঁতুল পাতায় ন,জন ।

বাংলা মায়ের হাতের পরশ 
বাংলা মায়ের গান 
হৃদয় ভরা ভালোবাসায়
শীতল গঙ্গা স্নান ।

বাংলা দেশের সবুজ ফসল 
সোানার বরন ধান 
জোতদার আর মজুতদারের 
গোলায় অবস্থান ।

সকাল সন্ধ্যা দিন মজুরি 
ঘামের রক্তের দামে 
পেট ভরে না নুন পান্তায়
স্বপ্ন চোখে নামে ।

একদিন ঠিক আঁধার পেরিয়ে
আলোর খবর আসবে
বদলাবে দিন বাংলা মা ও
সুখের হাসি হাসবে ।









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন