এই আমি, এই তুমি
সুবর্ণা রায়
ভালো লাগে একা থাকতে, এদিক ওদিক ছড়ানো
ভাবনাগুলো রোঁয়ার মত নিঃশ্বাসে মিশতে চায়,
সব ব্যথা তোলা থাকে যত্নে, যখন জীবনের মানে
চুপ করে খুঁটে, দিন থেকে দিনান্তে তুলে নিতে হয়।
যাবো না কোথাও আর, এই ছবি এই মোহ উচ্ছ্বাস
শান্তির শানে সোনালি পাখির গানে ভরা ঘরবার,
নিস্তব্ধতা জমিয়ে রাত্রিকে ওম দিয়ে নিবিড়তা নিয়ে
প্রতিদিন জমা জ্যোৎস্নায় করি তোমাকে আবিস্কার।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন