বুধবার, ২ মার্চ, ২০১৬

পবিত্র চক্রবর্তী



উড়িয়ে দিলাম 
পবিত্র চক্রবর্তী 



এক ঝাঁক রোদে পাখি তোমায় দিলাম উড়িয়ে ,
দিক্চক্রে পরিভ্রমণের পর পারলে এসো !
খিড়কির ফাঁকা কপাটে আজও দেখি 
ডানার আওয়াজ ;

রাতের ঘুমন্ত ল্যাম্পপোস্ট স্বপ্নের জাদু 
সব যেন মিলে যায় স্মৃতির অতলে .
যে গেছে, তাকে যেতে দিয়েছি -
শূন্যতার মানে বড় মধুর ,
গভীর ঘুমে আচ্ছন্ন মস্তিষ্ক আজ ; 
তবু দেখি শূন্য থেকে শুরু !!






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন