বুধবার, ২ মার্চ, ২০১৬

মনজিৎ কুমার দাস




বসন্ত বাড়ি আছো ?
মনজিৎ কুমার দাস


(কবি শক্তি চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে)


বসন্ত, বাড়ি আছো ?
কে যেন জিজ্ঞেস করে।
জবাব আসে,
ধুরন্ধর সময়ের ধুন্ধমার কাণ্ডকারখানার মাঝে
বসন্ত বাড়ি থাকে কী করে !

বসন্ত, বাড়ি আছো ?
কে যেন আবার জিজ্ঞেস করে।
জবাব আসে,
ফুল ফেটেনি, কোকিল ডাকেনি, দক্ষিণে হাওয়া বয়নি
বসন্ত বাড়ি থাকে কী করে !

বসন্ত, বাড়ি আছো ?
কে যেন আবারও জিজ্ঞেস করে।
জবাব আসে,
ফুল ফুটবে, কোকিল ডাকবে, দক্ষিণে হাওয়া বইবে
তবে তো বসন্ত বাড়ি থাকবে। 









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন