বৃষ্টি
কম্পাস মণ্ডল
কাক ভেজা বৃষ্টির জল তোমার পালকে পালকে
কতটা বৃষ্টির ফোঁটায় চোখের কান্না মোছে ?
ভেজা আঁচল বেয়ে সে জল বুকে।
পোড়া কাঠের টুকরোয় এখনও প্রেম লেগে আছে ;
এমন একটা বৃষ্টির দিনে তোমার চলে যাওয়া --
বৃষ্টির কি হৃদয় আছে কোথাও ?
সে তো শুধুই ঝরে যাওয়া!
বৃষ্টি তোমার কি ছিল কখনও কেউ।
ভেজা শাড়ী টা এখনো ভেজাই আছে -
জানালার কাঁচ বেয়ে বৃষ্টির বিনুনি ;
মৃত্যু তুমি কি ছুঁতে পারো আমায় বৃষ্টির আঁচে ?
এ মৃত্যু, এ বৃষ্টি সবই তুমি আমি জানি ;
বৃষ্টি তোমার কি বয়স হয় না কখনো ?
এ বৃষ্টি আমার বার্ধক্য ছুঁয়ে গেছে ।
অতীত তুমি সাক্ষী হয়ে আছো এ বৃষ্টির জন্মানো -
এ বৃষ্টি আমার হৃদয় গলানো চিতায় আজন্ম শুয়ে আছে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন