ঘড়িতে একটা পঁচিশ !
কৌস্তভ
অবশেষে তখন রাত্রি একটা পঁচিশ ¦ শহরের
বড় ঘড়িটা জানান দিলো ¦ এবার
নিশ্চিন্তে আমি আমার সমস্ত ভাবনাকে
রাজনীতিতে বন্দি করে, ঘুমন্ত করে তুলেছি !
শুধু আমি আছি আধোঘুমে ! নিশ্ছিদ্র
নিরাপত্তার ভ্রান্ত ঘেরাটোপে !
চ্যাপলিনরা আজও আমাকে দেখে হাসে ! আমি
ভুলে গেছি কিছু হাসি উপহার দিতে !
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন