স্মৃতি কবিতা
পারমিতা চক্রবর্ত্তী
শহরে হঠাৎ মেঘ চলাচল
জোনাকি থাকে স্মৃতি দাগে
কাঁপছিল মন ,অন্যরকম ,
ডাক নাম নামল পরাগে
:
সাড়া দেয় অবুঝ মনের
জাইলোফোন
রূপকথা চোখ রাখে নদী
কোলাহলে
:
রোদেলা আলোয় জন্মায়
মোমবাতির চার্জসিট
মনপাহারায় উঁকি মারে
আলতো বিকেল
:
স্মৃতি ঘুম থেকে ওঠা
ব্যাথার ক্ষিদে
এনলিস্টেড হয় শহরের
খোলা ক্যান্টিনে
:
মনের উষ্ণ ভাঁজে হামাগুড়ি
দেয় বেসামাল ট্রাম
মুঠোর চিনাবাদামে ঢাকা প্রেম
ডাক দেয় সুদীর্ঘ মেয়েবেলার
:
ফুরফুরে হাওয়ায় শহর
তোলপাড় করা ইমোশান
জ্বলে ওঠে ত্রিফলার ব্যস্ততায় ...
:
লজ্জা চিবুক হয়ে ওঠে
অনুরাগের শাড়ি ধরা আঁচল
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন