বাসি ফুল
নারায়ণ মেইকাপ
খোকা খোকা চোখ বয়স
যদিও তলে তলে দুপুর গড়িয়ে
কবে চলে গেছে, যদিও সহসা
বোঝা মুশকিল। তবু যতটা
মাখন মোলায়েম গলায় বলা
যায় সেরকম মিহি সুরে
হাতে ট্যুরিস্টার-এর হাতল
ধরিয়ে দিয়ে বলল, কিছু
মনে করিস না লক্ষ্মীটি,
এবার তুই পথ দ্যাখ।
-আস্ত পৃথিবীর আমি মালিক
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন