শনিবার, ১ অক্টোবর, ২০১৬

সোমাদ্রি সাহা

এই শরতের কবিতা
সোমাদ্রি সাহা



অজস্র বৃষ্টির বিন্দুতে চশমাটা ঝাপসা,
তুমি আসছো হাসনুহানার গন্ধ নিয়ে
একসময়ের লম্বা চুল-সিঁদুর-ব্লাউজহীন
এক নারী।

“দাদাবাবু, টাকা দিবি!!”

মেঘলা শরতে উমারা বুঝি এমনই হয়...







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন