ভালবাসার
ভাষা
সংযুক্তা
মজুমদার
কলেজের
এক মুহূর্ত মনে এল
সকালে
চেনা পথে এক বিদেশিনী
একা
অচেনা শহরে ত্রস্ত পায়
বলছে
কিছু কথা .. ভাবলাম শুনি
হাত
পা নেড়ে শব্দ করে সে হুশ হুশ
স্টেশন?
ফেরিঘাট? লোকে
করে চেষ্টা
ক্লান্ত
মহিলা ভাষার বিপাকে পড়ে
ভাবে
বুঝি কি অদ্ভুত এই দেশটা?
কাছে
গিয়ে ইংরেজী তে বলি
কি
ভাষা জানো? কি বোঝাচ্ছ তুমি?
কোথা
থেকে এলে? কোথায় বা যেতে চাও?
কি
ভাষা বোঝো? কোথায় জন্মভূমি?
সে
সময় আমার মাথায় ভাষার ভূত
নানা
ভাষা নিয়ে ঘাঁটতাম দিনরাত
ফ্রেঞ্চ
জার্মান স্প্যানিশ আর জাপানি
শব্দ
কিছু ......মনে ধরে রাখতাম
কথা
শুনে তার স্টেশন ই মনে হল
কিন্তু
সে যে কেবল মাথা নাড়ে
কান্ট্রি
বলাতে জার্মানি বলে ওঠে
Bahnhof?
।। বলি আমি
এই বা...।
আনন্দে
কেঁদে জড়িয়ে ধরে সে আমায়
তার
কান্না কে আর তখন থামায়?
ট্যাক্সি
ডেকে হাওড়া স্টেশন বলি
মাথা
নেড়ে বিদেশিনী বোঝায় ' চলি '
এমন
করে ও ভাষা বলে কত কথা
শব্দে
বর্ণে, নানা রূপে সে গাঁথা
মাতৃভাষা
সবার বড় প্রিয়
আমার
বাংলা সবার চেয়ে শ্রেয়।।
Sundor
উত্তরমুছুনKhub shundor !
উত্তরমুছুন