রবিবার, ১ মার্চ, ২০১৫

অমৃত অধিকারী

সাধু 
অমৃত  অধিকারী 


তোর সাধন-ভজন রইলো বাকি 
কাটলো বেলা পড়লো ফাঁকি 
মুক্তিলাভের তপস্যাতে তোর 
পালিয়ে এলি জীবন ফেলে 
এমনি রে তুই বে-আক্কেলে 
কাটলো না তাও ভালোবাসার ঘোর 
সাধু, তুই এমন হৃদয় চোর! 

মুক্তি পেতে কোথায় যাবি
সে মুক্তিতে কিই বা পাবি
লাগবে না তার সঙ্গে তাতেও জোড় 
বাসলে ভালো তবেই তাকে 
যায় পাওয়া, যে লুকিয়ে থাকে 
রূপসাগরে মনের মানুষ তোর 
সাধু, তুই তার আগুনে পোড়! 

পুড়তে তোকে হবেই, সাধু 
সেই দহনের এমনি যাদু 
গহন মনের কপাট আঁটা দোর 
হৃদয়-চাবির মোচড় লেগে 
যায় খুলে আর বাতাস বেগে 

যায় ছিঁড়ে তার, যায় কেটে সব ডোর !




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন