রবিবার, ১ মার্চ, ২০১৫

ইন্দ্রনীল ভাদুড়ী

বিষাক্ত ভাবনা 
ইন্দ্রনীল ভাদুড়ী 




কিছু মুহূর্তের ভিড়ে তোমার মুখটা অকস্মাৎ মনে পড়ে
নিকষ কালো আঁধারে হৃদয়ের অন্দরে 
তোমার নরম বুকের ছোঁওয়া লেগে 
মানসিক উত্তেজনার সঞ্চারে ।। 
ভ্রান্ত দিক, আঁকাবাঁকা সর্পিল পথ ছেড়ে 
ইচ্ছে করে ছুটে যেতে সমুখপানে ।। 
ব্রতী হতে চায় মন, জোরালো কণ্ঠে রহস্যময়ীর জয়গানে 
প্রহর যায় চলে একটু একটু করে, কাঙ্খিত লক্ষ্য সুদূরে – 
উষ্ণতার প্রবল আলিঙ্গনের মাঝে ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখে 
রক্তরাঙ্গা ঠোঁটে মিশে প্রগাঢ় চুম্বন করে 
সূর্যোদয় হল ধীরে ধীরে...শান্তি আসে নেমে
নিষিদ্ধ ভালবাসা ধরে ঘিরে 
বিষাক্ত রক্ত নীল হয়
অনুভব করায় প্রেম এসেছে অবশেষে সাদাকালো নষ্টনীড়ে ।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন