রাত
জাগা চাঁদ
স্বাতী
বসু পাল
উঁচু
উঁচু দালানের কার্নিশে
মাথার
ওপরে নীলেরা হারিয়ে গেছে ,
ফুরিয়ে
গেছে স্বপ্ন দেখা
তবুও
ফুটপথের করিডোরে এক চিলতে আস্তানায় বসে
এক
ফালি চাঁদ দেখতে বেশ লাগে ....
কি
স্নিগ্ধ আলো ছড়িয়ে যেন পরম মমতায় আগলে রাখে
আমায়
ওই এক ফালি চাঁদ ....
দিনের
আলোতে হাজার ভিড়ের মাঝে নিজেকে
সহস্র
বার বলি দিতে হয়
রক্ত
চক্ষু সমাজের কাছে
আর
তারপর ফুটপথ অলিন্দে রাত গাঢ় হয়
ক্লান্তি
নেমে আসে দেহে মনে
চতুস্পদেরা
পায়তারা কসে
দ্বিপদ
- চতুষ্পদের সমাবেশ !
আঁতকে
ওঠে মানবতাবাদী সমাজ
তবুও
---
আমি
এক মনে দেখতে থাকি
ওই
এক ফালি চাঁদ
যার
এক পলক মায়াবী আলোয় ভুলে যায় রুক্ষ বাস্তব কে
রোজ
একবার করে প্রেমে পড়ে যাই
ওই
এক ফালি চাঁদ আমার স্বপ্ন দেখা ,
আমার
বেঁচে থাকা
সব
টুকুর রসদ হয়েই থাকুক
ওই
এক ফালি চাঁদ
এবং একুশ
বাহ খুব সুন্দর !!!
উত্তরমুছুনtomar lekha sobsomoyei amar khub valo lage, etao temoni ekta valolagar kobita.
উত্তরমুছুনতুই আমার বোন বলে বলছি না, তুই সত্যিই ভাল লিখিস, ছাড়িস না কোনদিন, আমি কষ্ট পাব।
উত্তরমুছুনkhub valo laglo re
উত্তরমুছুনasadharan
উত্তরমুছুন