দুর্গাবতী
জয়া
চৌধুরী
সোনালী
সিল্কি কেশর ফুলিয়ে যখন
ঘোড়দৌড়
সেরে সামনে এসে দাঁড়াত
উফ্
বলেই ত্র্যস্ত চেপেছি ঠোঁট,
পাছে
কেউ শুনে ফেলে শীৎকার
টগবগে
তাজা গ্রে হাউন্ড আমার
কতদিনের
মন কেমন স্বপ্ন
বেড়াল
টেড়াল ধর্তব্যের মধ্যেই ছিল না।
নরম
নরম হাল্কা পায়ে কুচকুচে কান আর
গলার
নিচে পেটের কাছের জড়ুল
নিয়ে
গায়ে মুখ ঘষলে
বিরক্তিতে
ঝটকা দিই সবটা সময়
ও
আমার নেকুপুসি ভাল্লাগে না একদম
কেবল
চকিতে ঘাড় কামড়ে
আছড়ে
ফেলে ঠোঁট কামড়ে
মুখ
ডুবিয়ে চর্ব্য চোষ্য লেহ্য পেয়
ঘন
ঘোর মাখোমাখো হতে হতে
কঁকিয়ে
ইচ্ছেয় বারবার আসতে আসতে
আধবোজা
চোখে ওষ্ঠে কান রেখে কিংবা
কর্ণে
অধরে আদুরে শব্দে ছবি এঁকে এঁকে
দুর্মর
জংলী বেড়াল হতে হতে...
...ইসসসস
বলে
ফেলি
যা
মার্জারীঃ সা ভগবতীঃ ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন