চাবিগুলো কে নিতে চাও
সোমাদ্রি সাহা
হৃদগোপনে লুকিয়েছি ভালবাসার অনন্ত সুখ
চাবিগুলো সব মুক্তির জেনেও গুছিয়েছি অসুখ
তোমায় দেব কোনও জন্ম শেষে।
অমর্ত্য চাবিতেই মুক্তির স্বাধীনতা প্রণাম প্রাপ্ত
কিসের জন্য এতো সম্পত্তি গোছাছো অপর্যাপ্ত
একটু ডাকো আমায় ভালবেসে।
অনেক কাজ রয়েছে তাই অপেক্ষা করছি জীবন
সুযোগ্য তৃতীয় বিশ্বের চাবিওয়ালা, তুলবো প্লাবন
বাঁচতে চাই সৃজনশীলতা প্রকাশে।
.
এই চাবিতে তুমিও খুলতে পারো মনের বন্ধ চোখ
এই পৃথিবী চেতনার-স্বাধীন-শ্রমজীবী-কৃষকের হোক।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন