অন্য মাত্রায়
দীপঙ্কর বেরা
অপ্রাপ্তির দায় নেয় না
আকাশ জল মাটি বাতাস,
ভেতরে যে হৃদয়ী ভাঙচুর
সৃষ্টি করা বঞ্চিত উপখ্যান
তাতেই চলে প্রাপ্তির টানাপোড়েন।
দুদণ্ড গাছ হয়ে ভাবা মাটি কথা
ফুঁ দিয়ে বাতাস ছিনিমিনি
জল গভীরে নষ্ট হাবুডুবু
বৃথা সরলের গরল কথা
গল্প রাত্রির ঘুম পাড়ানি গান।
কিছু অকবিতাই হোক না
রক্ত থামিয়ে প্রেম
অবুঝ দুজন অনতি কথোপকথন।
আর কি
সবটাই তোমার আমার
স্বভূমি সংলাপ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন