পৌনপুনিকতা
শীলা বিশ্বাস
আকাশ- বাতাস- নক্ষত্রকে এখনও ভাগ করতে পারিনি
পারলে কবেই বিভাজনরেখা টেনে দিয়ে বোলতাম
এটা এলিট আকাশ ,ওটা স্লাম আকাশ
এটা ধনী বাতাস, ওটা দরিদ্র বাতাস
এই সূর্যকিরন মহাজনদের, ওই কিরণ কৃষকের
পঞ্চপাণ্ডব ভাগ করেছিল দ্রৌপদীকে
আমরা ভাই- বোনেরা মাকে ভাগ করেছি
জাতির মহান নায়করা দেশ
অর্থে ক্ষমতায় ভাষায় আর ধর্মে
ভাগ হয় মানুষ সাদা কালো দুরঙে
ভাগাভাগি অঙ্ক কোনোদিন মেলেনি
একই ঐতিহাসিক ভগ্নাবশেষ
পৌনপুনিকতা চলতে থাকে
যীশু বুদ্ধ চৈতন্যের পৃথিবীতে
কালভেদে প্রস্ফুটিত হয় ক্লেদজ কুসুম ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন