ছায়াধূপ
সিয়ামুল হায়াত সৈকত
*
এলেই শুনি বুকের শহরে,
নিভৃতে তুমি সমুদ্র হও সমুদ্র জুড়ে
ছায়াগুলো কেমন বুকপকেটে রাখি-
সকালের মতো কয়েকটা শহর জুড়ে।
*
রাত্রিগুলো কাটিয়ে ফেলি চুপচাপ
সকাল হলেই ছায়া জমে খুব খুব
প্রিয়, ভালোবাসি আজন্ম, তোমায় ছুঁয়ে বাঁচি!
মেঘ বলে উড়ে যাওয়া আপাতত ভুলে যাও
তোমার ছায়াগুলোতে আমার বাড়ি!
*
ঢেউ এলো বুঝি?ছায়া দিয়ে রেখো,
ঘুম পেলেই ঘুমিয়ে যাব ঠোঁটের আস্ফালনে
খুব যত্নে তোমায় নিয়েই বাঁচি, আমি..
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন