শুক্রবার, ১ জুলাই, ২০১৬

জাফর পাঠান





দুখানন্দ


জাফর পাঠান







দুখের সাথে চলতে চলতে কথা বলতে বলতে


সময়ও আমায় সময় দেয়নি- দুঃখকে ভুলতে।






এক ঝলক পলকের উল্কাপিন্ড- দূর গগনের


ঋষি-মুনি আমি দুখানন্দ খোঁজা গভীর মগনের।






সেই কবে আমাকে নাকি সুখ এনে দিবে কেবা কারা


তুলে পাল-ধরে হাল, তবুও হইনা আমি দিশেহারা।






দুখের সাগরে ঘূর্ণি তুলে- ঘূর্ণন থেকে চাখি সুখ


আমি এখন দুখি নই, সুখ পাওয়ার নাই ভুখ।






উষা থেকে গোধূলি, গোধূলি থেকে মধ্য রাত


হারিয়ে যাক সব বছর- শূন্য হয়ে যাক বরাত।






কোন কিছুকে ভয় পাইনা আর- চাইনা সুখানন্দ


দুখের সাথে ভাব জমিয়েই- খুঁজে নেই দুখানন্দ।



























এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন