শুক্রবার, ১ জুলাই, ২০১৬

আলো বসু





বৃষ্টির রূপরেখা

আলো বসু






ক্যালেন্ডার পাতা নাড়িয়ে ডেকেছে অনেক আগেই

এখন তো আকাশটাই দখলে
গুরু গুরু মাদল সঙ্গতে বর্ষণমন্দ্রিত দিন

ঝমঝম দিনরাত বাজাচ্ছে রাতদিন

যেভাবে যে বাজে
অপরূপ মুদ্রায় নৃত্যের তালে তালে

দূর থেকে কাছে আসে বৃষ্টি

আকাশের বুকে চুম্বন এঁকে দেওয়া

হাইরাইজের ব্যালকনি থেকে দেখেছি

সায়ন্তনের ভিজে ক্যানভাসে

শ্রাবণী মেঘেদের আড্ডাখানায় বর্ষা উৎসব

মেঘের কানায় কানায় কারুকাজ

বৃষ্টির ফোঁটায় ফোঁটায় রঙ বদল

কেউ কেউ জানে

টিনের চালায় মেঘ ভেঙে পড়ে

ক্যানেস্তরা পিটিয়ে জলদ্গম্ভীর স্বরে রাত বাজে

রাত বেজে যায়

ভাঙা টালির ঘুমের ঘরে রাতের আসরে

ছোট বড় আধারে টুংটাং জলতরঙ্গ

কেউ কেউ জানে না

আমি জানি কত কারুবাসনার চারুকলারূপ

জলে ভেসে গেছে কত বর্ষায়

ভেবেছি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে

আর ফিরে দেখবে না কোন কালে কোন বর্ষণ

জলগর্ভজাত জলজ জীবন

জলের আর এক নাম নিয়ে বারবার কিশলয়

প্রাণ বাড়িয়ে দেয় প্রাণে

বৃষ্টির এক একটি অক্ষর

আমাদের নিস্তরঙ্গ বুকে টুকরো পাথর

তরঙ্গে তরঙ্গে অতল জলের আহ্বান

স্মরণবিলাসীর গোপন তোরঙ্গ অভিসার

রিমঝিম আবহে ফ্ল্যাশব্যাক

আমাদের মন্দ ভালো জলছবি ফোঁটায় ফোঁটায় লিখে

আবার লিখবে বলে

মুছে দিয়ে চলে যায় বর্ষার দিন

এদিকে নশ্বরতা আমাকে তুমুল বাজিয়ে চলে

ব্যথা বেজে যায় রিনরিন ৷











এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন