সোমবার, ১ জুন, ২০১৫

আসিফ মুক্ত

অন্ধকার
আসিফ মুক্ত



খুব সম্ভবত অন্ধকার দেখলেই -
আমরা আমাদের
হাত তুলে ধরি আকাশ পানে
আমাদের বোবা দুঃখ গুলোর-
কেনা বেচা করতে ইচ্ছুক হই
মুখ ফিরিয়ে আনি বুক থেকে
হাত তুলে আনি চোখ থেকে
পা গুটিয়ে ফেলি
একটু না হেটে ছায়া খুঁজতে
অন্ধকার হলেই আমরা খুঁজি
রাজাদের সুখ, প্রজাদের অসুখ
বয়সের কিতাব আর ইজমের কালিমা
তুলনা করি জাগতিক শুভ্রতার সাথে
খাতে খাতে সাজিয়ে রাখা বেদনার
যারা কেবল জন্মায়
গভীর, গভীর এবং গভীর থেকেই
এরপর তাদের জমিয়ে
তৈরি করি কালো মেঘ
আর বৃষ্টির নামে-
কপাল থেকে ঝরিয়ে ফিরি
কিছু কেটে ফেলা লাইন



















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন