সোমবার, ১ জুন, ২০১৫

শঙ্কর বন্দ্যোপাধ্যায়

এই তো সেদিন
শঙ্কর বন্দ্যোপাধ্যায়



এই তো সেদিন ভোরেরবেলা
আলোর বিচ্ছুরণ
আকুল শিহরণ
এই তো সেদিন।

এই তো সেদিন সকালবেলা
উচ্ছল রোদ পাখি
উতল ডাকাডাকি
এই তো সেদিন।

এই তো সেদিন দুপুরবেলা
ত্বক পোড়ানো আলো
ভীষণ জমকালো
এই তো সেদিন।

এই তো সেদিন বিকেলবেলা
আকাশ নীল পাখী
পরিয়েছিল রাখী
এই তো সেদিন।

এই তো সেদিন সন্ধ্যেবেলা
হাতের ওপর  হাত
দারুণ বৃষ্টিপাত
এই তো সেদিন।

এই তো সেদিন রাতেরবেলা
আতরগন্ধ মন
কুড়ায় আপনজন
এই তো সেদিন।

এই তো সেদিন জীবনখেলা
খেলতো জীবন যারা
এই তো সেদিন তারা

এই তো সেদিন।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন