সফেদ ঝুট
শর্মিষ্ঠা ঘোষ
ওরা সফেদ ঝুট বলেছে নিশ্চয় । ইনিও তাই । ওরা নুন মাখিয়ে ছাল চামড়া
খিঁচেছে বুঝি ? ইনিও তাই । ওরা পৌঁছতেই দেয় নি বারবাড়ি । ইনি খিরকি দরজা
সবচেয়ে সেফ বলে বুঝিয়ে দিয়েছেন । এরপর আমাদের দান । তুমি পুট , আমি ছয় ।
তুমি মই , আমি সাপ । ওরা দেখ কি ভীষণ হাসিখুশি । আমরা গোল্লা গোল্লা
আঁকতে আঁকতে মিলিয়ে দিচ্ছি অতীত প্রেম । উল্টো দিক থেকে পড়ছি শরীরী গল্প
। প্রতি স্নানে হয়ে উঠছি পরস্পর একান্ত । প্রতি চুমুতে পুনর্জন্ম হচ্ছে
মানবিক যীশুর । বাথটবে খুলে এসেছি অসহ সঙ্কেত । শ্যাম্পুর ফেলায় ঢেকে
ফেলেছি অধিগ্রহণের নোটিশ । রেইন ওয়াটার পাইপের কাছে শুনে নিও পাপের
ডাইলুশান টেকনিক । কামরাঙা গন্ধের ঘরে অশরীরী গুগুল ধূপ দীপ জ্বেলে গেছে
কেউ নিয়মমাফিক ...
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন