সোমবার, ১ জুন, ২০১৫

দর্শনা বসু


ক্ষমা
দর্শনা বসু



আমার বিছানা চাদর বালিশে
লেপ্টে রয়েছে মুক্তি,
মগ্নতার ওই ঘেরাটোপ ছেড়ে
নাই বা করলি চুক্তি।

নাই বা দেখলি চোখ তুলে আজ
মেঘরঙা সাজ নিবিড়ে,
নাই বা করলি পাতালপ্রবেশ
মৎস্যগন্ধা তিমিরে।

মাচানে আমার শস্য আবেশ
ফলভারে মৃদুমন্দ,
রক্ত -আঁচলে সূর্য বিছাই,
বিষের বাসরে ছন্দ।


বেদুইন মন তোলপাড় বন
অস্ত্র লুকোয় আস্তিন,
ভিসুভিয়াসেও জলোচ্ছ্বাসের
বেহায়া সেতার রাতদিন।















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন