প্রস্তুতিপর্ব
সুচেতা বিশ্বাস
পুরনো লাটাই এ আবার
নতুন সুতো
আহা ----বড় যত্নে
দেওয়া মাঞ্জা
ঘুড়ি লড়াই এর দিন
এগিয়ে আসে
ছাতে ঠায় দাঁড়িয়ে
পড়েছে একা রাত
এখন তো শ্রাবন নয়
এখন বন্যা ঘুমিয়ে
তবু ও প্রিয় নামে
অনাগত ধ্বনি ঝড়ে পরে
ফিকে রং পাওয়ার
আগেই,
মধ্যরাতের স্তব্ধতায়------
ভাষাকে শান দিয়ে
নেয়,
অভ্র ধোয়া ছাত আরো
একবার
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন