ছায়া
শমীক
জয় সেনগুপ্ত
আচ্ছা, আমরা ত' আমলতাস, দারু পাইন...
অথবা জংলা কোন
ফুল হতে পারি!
লাল মেটে কাঁকুড়ে
মায়ায়
আমরা ত' উড়ে যাই, দূরে যাই
সুদূরের ধুলো
মাখা হাওয়ার আদরে।
যে বনে তে মধু
নিয়ে অপেক্ষার প্রহর গুনেছ নারী-
আমরা কি
পারবোনা সে মুহূর্ত ফিরিয়ে দিতে?
বুরুডির বাঁধে
খেটে চলে যে কঠিন লৌহপুরুষ
তার ঘাম, আর তার উদলা সোহাগ
আমাদের গায়ে
গায়ে মাখা..
সে আদর তোমাকে
দিতেই
উপলের দল হব
ঢেউ-এ, মাটিতে...
নাড়োয়ার বুকে
হব সুবার্ণরেখা-
জল বুকে তুমি
তার ছায়া খুঁজে নিও।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন