সোমবার, ১ জুন, ২০১৫

মাহমুদ পারভেজ

বিপন্ন ব্যস্ততার রাত
মাহমুদ পারভেজ


বিষাক্ত হাওয়াদের দাঁতে
কেটেছে রাতের প্রহরগুলো।
তাতে ক্ষতি কি?
বিপন্নতায় ব্যস্ত হয়ে পড়েছে যেসব
আজগুবি আহ্লাদ, তাদের বুকের খাঁচায়
ভরে দিয়েছি শক্ত শোকের মৌতাত।
না!!
এভাবে বেঁচে থাকবার কথা ছিলো
না আমাদের!
শুধু দক্ষিণের হাওয়ারা দিক বদল করে
পুবের পথে হাটা শুরু করে দিলো বলে
রাতজাগা পাখির দুঃখ তীর হয়ে
গেঁথে গেলো পাঁজরে।
তারও আগে অবশ্য আমাদের শরীরী মরণ
হয়েছিলো।
তারও আগে হয়েছিলো আত্মজ আত্মহুতি।
সেসব উড়ো কথায় কান দেবার আগ্রহ
আমাদের নেই।
আমরা শুধু নিয়মিত হাওয়াদের
আনাগোনা চাই বুকের ভেতর।
দিক বদলে যাবার ভুলে আমাদের
যেন শ্বাসরোধ না হয় কোনদিন।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন