সোমবার, ১ জুন, ২০১৫

বলাকা দত্ত

একটাই ছাদ
বলাকা দত্ত




তখন তুমি বাইশ, বৃষ্টিভেজা ঊনিশ
সম্বল শুধু সাইকেল, আর নিষিদ্ধ ব্যালকনি
অঙ্কের স্টেপে ভুল, জটিল বড় জটিল ইকনমিক্স।

নতুন চশমা চোখে, সিঁড়ির পরে সিঁড়ি
বইমেলা বড় নেকা নেকা, বরং উপাদেয় বেনফিস্।
মহার্ঘ স্কলারশিপ, বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে হিমঘরে অতীত।
একটাই ছাদ, তুমি মেরিকা মি সেই কলকাতা
ছিনিয়ে নিয়েছি গোটা গোলার্ধ
একসাথে দেখি চাঁদ র সূর্য।















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন