অতি পরিচিত
ইন্দ্রাণী সরকার
অস্থির
শিশিরবিন্দুর মত মিলিয়ে যায়
চোখের জলের
অস্তিত্ব দাগ |
অনেক পাহাড়ী
ঝর্ণা, নদীজল
থেকে
জল চয়ন করে
এঁকেছিলাম
চোখের কোনে
বায়বীয় অশ্রূ রেখা |
এক ফুঁয়ে
নেভানো প্রদীপের মত
কি করে সরালে
এত জমে থাকা জল ?
দুহাতে তুলে
নাও সবটুকু দিয়ে
আড়াল করে রাখো
সব ভালোবাসা দিয়ে |
ঝর্ণার
কুলুকুলু, বাতাসের
শনশন,
পাখীদের
কলকাকলী সবেতেই মিশে আছে
তোমার সেই অতি
পরিচিত ডাক ||
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন