সোমবার, ১ জুন, ২০১৫

সিয়ামুল হায়াত সৈকত

সে
সিয়ামুল হায়াত সৈকত


আমার প্রতি তার বড্ড অভিমান
পাথরের বুকে কিঞ্চিৎ প্রেম রেখেছিলাম
বাকিটুকু উদারহৃদয়-
তার জন্যে বকুলের ফুল কুড়োলাম না
মোটরবাইকে দোলা দেওয়া পথ দিলাম না
ঠোঁটে ঠোঁট রাখার প্রতিজ্ঞা করেছি মাত্র,
সে উধাও !

ভণ্ডামি করিনি একুশ বসন্ত ছাড়িয়ে
কিংবা শামুকের খোলস গায়ে নিজেকে আবৃত করে।
শুধু সমুদ্রের আশায় ছিলাম
একটা বিশাল সমুদ্র আমায় ভাসাবে; বহুদূর।
ইচ্ছেরা বড় হয়নি মাত্র-
বেড়ে গেছে অতীতের পথগুলো !
























এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন