সোমবার, ১ জুন, ২০১৫

রূপক সান্যাল

আর কি নেবে ?
রূপক সান্যাল



আর কি নেবে ? শরীর শুধু ?
এই নিয়ে যাও এই নিয়ে যাও
মাঠের মত বিছিয়ে রাখা শরীর আমার,
এই নিয়ে যাও খোলা আঁচলসিঁদুর-মাখা কপালখানা,
এই নিয়ে যাও এই নিয়ে যাও -
হাসলে পরে দুই গালে টোলচাঁপার মত আঙুল আমার
সব
দিয়ে
দিই
সন্ধ্যা-দুপুরবিকেলবেলারমণ-সুখের দুপুর রাতও
সব
নিয়ে
যাও
আর কি নেবে ? শরীর ? শরীর ?
তা-ও নিয়ে যাও অষ্টাদশী শরীরখানা,
আমার আমি শরীরে নেই

তাও জানোনা তাও জানোনা!














এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন