ভোট আর ভোটার
অনুপম
দাশশর্মা
রাত পোহালে লাইনে গুটিশুটি
চোখের উঁকি 'কলার তোলা' চোখে
ল্যামিনেটেড নামের পাশে মুখ
চললো ভোটার ঘেরাটোপের সুখে।
চোখের উঁকি 'কলার তোলা' চোখে
ল্যামিনেটেড নামের পাশে মুখ
চললো ভোটার ঘেরাটোপের সুখে।
বলি'র পাঁঠা বেবাক চিবোয় পাতা
সংখ্যাচাষে সাংবাদিকের পেট
ওজন বাড়ে আনাজপাতির দামে
উদোম হলো Wrong-বিধানের ভেট।
সংখ্যাচাষে সাংবাদিকের পেট
ওজন বাড়ে আনাজপাতির দামে
উদোম হলো Wrong-বিধানের ভেট।
কালি লাগা আঙ্গুল দেখিও না
পাগল জানে ওটার আসল রূপ
কেলেংকারী নিঁখুত স্বয়ংবরা
স্ট্রং-রুমেতে স্বপ্নেরা নিশ্চুপ।
পাগল জানে ওটার আসল রূপ
কেলেংকারী নিঁখুত স্বয়ংবরা
স্ট্রং-রুমেতে স্বপ্নেরা নিশ্চুপ।
ভোট-বৃক্ষের ডালপালা ছেঁটো না
পাঁচটি বছর বিফলে নয় শেষ
বিনোদনের নূতন ফরমানে
ভোটের ফসল তুলবে আমার দেশ..!
পাঁচটি বছর বিফলে নয় শেষ
বিনোদনের নূতন ফরমানে
ভোটের ফসল তুলবে আমার দেশ..!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন