মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

সৌম্যদীপ রায়



রাগের বোতাম
সৌম্যদীপ রায়


‘রাগ’ লেখা বোতাম টিপতেই
অফিসের গগনচুম্বী লিফট্
আমাকে নিয়ে নামালো
অধঃপতনের বেসমেন্টে

সেখানে সাজানো আছে
সারিসারি ডাস্টবিন আর
মুখ লুকিয়ে বসে আছে
আত্মম্ভরি ব্যর্থতা

আর একটা নোটিশ বোর্ড টাঙানো -
আপনি এতদুর ঠিকই এসেছেন
কিন্তু ডায়মন্ড খুঁজে পেতে
আপনাকে নেমে
যেতে হবে
আরও গাম্ভীর্যের শক্ত মাটি কেটে










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন