মাতৃদর্শন
সুভাষ চট্টোপাধ্যায়
কে বলেছে শ্যামা- মা মোর বস্ত্রহীনা ? --
সত্য কি তা-ই দেখ যা সাদা চোখে ?
অন্তর থেকে দৃষ্টি বাইরে আনো --
দেখবে, মা মোর লজ্জাভূষণ ঢেকে !!
কে বলে মা মোর নরের রক্তপিপাসু -
হাতে মুখে তাই বহিছে রুধির-ঝর্ণা ?
জ্ঞানের খড়্গে মোদের গরল নাশি'
নিজে পান করি' মা আজ শ্যামবর্ণা !!
কে বলে মা মোর হয়েছে উন্মাদিনী ? --
নাচিছেন শিব- ভূমিতে তাথৈ ছন্দে --
জগৎসৃষ্টি এক সুর-তালে বাঁধি'
মেতেছেন নবসৃষ্টির মহানন্দে !!
কে বলে মায়ের গলায় মুণ্ডমালা ? --
ওরা তো মোদের শত তমোগুণরাশি --
সন্তানদের আত্মারে করি' শুদ্ধ
মা, দেখ, হাসেন কেমন মধুর হাসি !!!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন